অরণ্য, ঝাড়গ্রাম-৪ঠা আগষ্ট:
দীর্ঘ দিন ধরেই ঝাড়গ্রামের ১৭ টি ওওয়ার্ডের বেশীরভাগ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বার বার পৌরসভা, জেলাপ্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। দূর্ঘটনা রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রীর সফরের আগে তাঁর কর্মসূচির জায়গায় রাস্তা মেরামতির মরিয়া চেষ্টা পৌরসভাও জেলা প্রশাসনের। সাময়িক মেরামতির নামে ইট, রাবিস ফেলা হলেও তার অবস্থা আরো খারাপ। বয়ষ্ক লোকেদের রাস্তায় হাঁটা একরকম দূরহো। টোটো করে যাতায়াতের ক্ষেত্রেও এতটাই ঝাঁকুনি যে কোমরে আঘাত লাগার ঘটনা অসংখ্য।
এমত অবস্থায় মুখ্যমন্ত্রী আসছেন ঝাড়গ্রাম সফরে। বাঙালি হেনস্থা প্রতিবাদে মিছিল এবং বিশ্ব আদিবাসী দিবসের সূচনা ও সভা করবেন তিনি। তার আগে প্রশাসন নিজেদের ব্যর্থতা ঢাকতে তাঁর সফরসূচির এলাকার রাস্তা মেরামত করতে নেমেছে। আর এতেই সোচ্চার বিরোধীরা। তবে ঝাড়গ্রাম বাসীর বক্তব্য মুখ্যমন্ত্রী জঙ্গল মহলে আসা মানেই জঙ্গলমহলবাসীর কিছু প্রাপ্তি ঘটে। সেই ঘোষনার আগেই অন্তত কিছু রাস্তা মেরামতি এটাই তাদের কাছে বড় প্রাপ্তি। পাশাপাশি এরাও বক্তব্য নিজেদের দোষ ঢাকতে পৌরসভা বা জেলাপ্রশাসন এই কাজ করলেও মুখ্যমন্ত্রীর কাছে আসল সত্য নিশ্চই প্রকাশ পাবে।
