জেলা কোর্টের নতুন ভবন উদ্বোধন হল

 অরণ্য, ঝাড়গ্রাম - ৬ই আগষ্ট:


ঝাড়গ্রাম জেলা কোর্টের  নতুন ভবন উদ্বোধন করলেন হাইকোর্ট এর বিচারপতি টি.এস শিবঞ্জানম। সাথে উপস্থিত ছিলেন, বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং  বিচারপতি অনিরুদ্ধ রায়। রাজ্যের আইন মন্ত্রী মলয়ঘটক ও উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি প্রধান বিচারপতি কোলকাতা হাইকোর্ট থেকে উদ্বোধন  করেন। ঝাড়গ্রামে জেলা কোর্টের   বিচারপতি কল্লোল চট্টপাধ্যায় ঝাড়গ্রামে গোটা অনুষ্ঠানের পৌরহিত্য করেন। জেলা  বিচারপতি সহ অন্যান্য বিচারপতি এবং দুটি বার এর আইনজীবীরা প্রদীপ জ্বালান।

২০১৭ সালে নতুন জেলা ঘোষণা হয় ঝাড়গ্রাম। ২০১৯ এ ঘোষনা হয় জেলা আদালতের। কোর্ট চত্ত্বর ছড়িয়ে ছিটিয়ে এতদিন কাজ চললেও আজ থেকে সমস্ত কাজ নতুন কোর্ট বিল্ডিং এ শুরু হল। সকাল বেলা আদালতের সমস্ত বিচারক, আআইনজীবী কোর্টের স্টাফরা সকলে মিলে বর্নঢ্য পদযাত্রা করেন। প্রায় ৭৫কোটি টাকা খরচ করে হাইকোর্টের আদলে এই নতুন ছয়তাল ভবন তৈরী করা হয়েছে। একটা কোর্টে যা যা দপ্তর, বার সহ যে সমস্ত বিভাগ থাকার কথা সমস্ত টাই এই ছয়তলা ভবনে রয়েছে। একি যায়গায় সমস্ত কোর্ট উঠে আসায় কোর্টে আসা সমস্ত লোকের ব্যাপক সুবিধা হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.