সুদীপ্ত মন্ডল, আন্দুল হাওড়া- ২১জুন:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি শ্রীকান্ত দাসের কারখানার মাঠে পুর্ব ঘোষণা মতো প্রত্যাশার সাথে আন্দুল মিট অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানেপপ আমাদের ই পি এফ গ্রূপের হাওড়া জেলার নানা প্রান্ত থেকে ১০০ এর বেশি সবুজ প্রেমী এই গাছ বিতরণ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। বাগনান, উলুবেড়িয়া, কুলগাছিযা, নলপুর, বাউরিয়া, আন্দুল, মৌরি , রামরাজাতলা থেকে সবুজ প্রেমীরা উৎসাহের সাথে গাছ নিলেন। অনেকে নানান গাছ এনেছিলেন। দেশি বিদেশী নানা ফল ফুলের গাছ, অর্কিড, ক্যাক্টাস, স্নেক প্লান্ট, নানান ইনডোর প্লান্ট, পদ্ম ,শালুক,উপহার হিসাবে দেওয়া হলো। আমাদেরর সবুজ প্রেমী বন্ধু স্বাতী কুন্ডু চৌধুরী, রূপশ্রী, সুশ্বেতা বাগ, সুপ্রিয়া চ্যাটার্জী,, রোস সি, সর্বজযা সামন্ত, প্রিয়াঙ্কা ভান্ডারী, দেবযানি মুখোপাধ্যায়রা সুষ্ঠ ভাবে গোটা অনুষ্ঠান পরিচালনা করলেন। আমাদের সদস্য সৌমেন মাজি গাছ বিষয়ে কুইজ আর লটারি পরিচালনা করলেন। আগত অনেকেই সুন্দর সুন্দর গাছ উপহার হিসাবে পেলেন। তার মধ্যে ছিলো নানা দুষ্প্রাপ্য গাছ।
অনুষ্ঠানের চলাকালীন মাঠে বৃক্ষ রোপন হলো। সনত মন্ডলএর দেওয়া অমলতাস গাছটি মাঠের মধ্যে বসালেন প্রয়াত শ্রীকান্ত দাসের ভাইপো রাকেশ দাস। বসানো হলো পাপিয়া মন্ডলের দেওয়া গাছ হলুদ স্থল পদ্ম। এটি বসালেন ইপি এফ গ্রূপের সদস্য সুদীপ্ত মন্ডল ।
পরিশেষে সকল কে ধন্যবাদ জানিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়। আগামী দিনে আমরা আরও গাছ বিষয়ক অনুষ্ঠান করবো এই আশা রাখি। আমাদের মাঠ ব্যবহারের অনুমতি প্রদান করার জন্যে শ্রীকান্ত দাসের পরিবারকে ধন্যবাদ জানাই।