প্রার্থী প্রচারের মিনাক্ষী মুখার্জি

 অরণ্য, ঝাড়গ্রাম-১৭ই মে:

ন 

ভোটে এবার বিজেপি কে যথেষ্ট চাপে ফেলেছে সিপিআইএম। শয়ে শয়ে মানুষ লালঝন্ডা কাঁধে নিয়ে মিছিল করছে। যা জঙ্গলমহলে এবার ভোটের নতুন ছবি। গতকালই ৭ কিমি দূরে শুভেন্দুর মিছিলেও প্রায় সমসংখ্যক লোক ছিল। অভিযোগ, পার্থক্য এই যে সিপিএমের সব এলাকার লোক। বিজেপির অধিকাংশ বহিরাগত। এই জেলার নয়। 

এবার বিজেপির এই জেতা সিটে কিছুটা পিছিয়ে আছে। সিপিএমের পালে হাওয়া লাগায় বিজেপির দ্বিতীয় স্থানে ধরে রাখাও প্রশ্নের মুখে। মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে আজ ঝাড়গ্রামের বিনপুরে সিপিআইএম প্রার্থীর প্রচারে মিছিল ও জনসভা করে মিনাক্ষী মুখার্জি। ভসরা ঘাটে ব্যারেজ না হওয়ায় বহু জমি আজ ও বন্ধ্যা। ২৯ হাজার পরিজায়ী শ্রমিক যখন কাজের খোঁজে বাইরে চলে যেতে হয় তখন কি জঙ্গল মহল হাসছে কিনা প্রশ্ন তোলে। বর্তমান সরকারের স্কুল বন্ধের সমালোচনা করে মীনাক্ষী বলে জঙ্গল মহলে প্রায় ৪০০ র বেশী স্কুল বন্ধ করে , পরিবর্তে ২০হাজারের ও বেশী মদের দোকানের অনুমতি দিয়েছেন বর্তমান সরকার। এছাড়াও একাধিক সমালোচনা করেন তিনি। আজ বিনপুর শিব মন্দির চত্ত্বরে সভার আয়োজন করে সিআইএম। বিনপুর বাজারে মিছিলে পা মেলান বহু মানুষ। সিপিএম এবং কংগ্রেসের যৌথ এই মিটিং বিজেপি তৃনমূল উভয় শিবিরেরই মাথা ব্যাথার কারণ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.