অরণ্য, ঝাড়গ্রাম-৩রা সেপ্টেম্বর:
আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষন, এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরে বামফ্রন্টে তরফ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। ঝাড়গ্রাম রবীন্দ্রপার্ক থেকে মিছিল শহর প্রদক্ষিণ করে ঝাড়গ্রাম পাঁচমাথা মোড় অবরোধ করে। অবরোধের জেরে জানজটের সৃষ্টি হয়। তবে প্রতিকি
কিছুক্ষণ অবরোধ করার পর নিজেরাই অবরোধ তুলে নেন। বিক্ষোভ মিছিল থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন তারা। শুধু ঝাড়গ্রাম শহরেই নয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ মিছিল করা হয় বামফ্রন্টের তরফ থেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম, সিপিআই সহ একাধিক বাম সংগঠনের কয়েকশ নেতৃত্ব ও সাধারণ কর্মী। তবে শুধু পার্টির লোকই নয়। তাছাড়াও বহু সাধারন মানুষও প্রতিবাদে মিছিলে সামিল হন।