তৃনমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, মিছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে

 অরণ্য, ঝাড়গ্রাম-৩০ আগষ্ট:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রামের ৮টি কলেজ এবং একট ইউনিভার্সিটি আর জি করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঝাড়গ্রাম রাজকলেজে। হাতে প্ল্যাকার্ড ধরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। প্রায় ১০০ জন ছাত্র - ছাত্রী এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন। বেলা ১২টা নাগাদ ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গণে শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি। 

এর পাশপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের অন্তর্গত লালগড় কলেজে তৃণমূল ছাত্র পরিষদ আরজিকরের ঘটনাকে সামনে রেখে শাস্তি চাই, ফাঁসি চাই , দোষীদের কেন এখনো ফাঁসি হলো না সিবিআই এর কাছে জবাব চাই  দাবিতে লালগড় কলেজ গেটে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম পন্ডিত রঘুনাথ মুর্মু গভমেন্ট কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে কলেজের ছাত্র ছাত্রীরা। বিক্ষোভ মিছিল থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলে তারা। এছাড়াও সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাঁকরাইল এ.বি.এস কলেজ গেটে ধরনা দেওয়া হয়।  আজ ঝাড়গ্রামের প্রতিটি কলেজে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে ছাত্র - ছাত্রীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.