নৃশংস হত্যার প্রতিবাদে "কন্ঠ যত করবে রোধ,বাড়বে ততো প্রতিরোধ*

 অরণ্য , ঝাড়গ্রাম-২২শে আগস্ট: 

নৃশংস হত্যার প্রতিবাদে জেলায় জেলায় চলছে আন্দোলন। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত স্নাতকোত্তর পাঠরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি  দাবিতে এসএফআই জেলার বিভিন্ন কলেজ গুলিতে টানা বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাচ্ছে।


ঘটনার পর থেকেই সাধারন মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এসএফ আই ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র, ছাত্রীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আজ লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়(H.S) ও গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ লালগড়ে বিক্ষোভ প্রদর্শন করে। তার আগে শিলদা চন্দ্র শেখর কলেজেও  সাধারণ ছাত্র-ছাত্রীরা  বিক্ষোভ ও পোষ্টারিং করে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.