অরণ্য, ঝাড়গ্রাম- ৪ সেপ্টেম্বর:
ক্লাসে শিক্ষক ঘুমাচ্ছেন। আর বাচ্চারা নিজেদের মতেো খেলে বেরাচ্ছে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। নয়াগ্রামের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি। প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের পড়ানোর বদলে চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক! ভায়রাল এক ভিডিওতে এমনই চাঞ্চল্যকর ঘটনার ছবি উঠে এসেছে ঝাড়গ্রামের নয়াগ্ৰাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়ের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা সংবাদমাধ্যমের তরফ থেকে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কচিকাঁচারা ক্লাসের বেঞ্চে বসে রয়েছে,খেলছে।
অপরদিকে চেয়ার টেবিল পেতে ঘুমোচ্ছেন স্কুল শিক্ষক।যা ক্যামেরা বন্দি করেছেন স্থানীয় এক যুবক। স্কুলের পড়ুয়াদেরও অভিযোগ করতে দেখা যায় প্রতিদিন নাকি শিক্ষক পড়ানোর বদলে এরকম ঘুমান। পাশাপাশি বাচ্চাদের দিয়ে স্কুলের মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। তা নিয়ে ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন বিষয়টা দেখেছেন। ইতি মধ্যে ডিসিপ্লিনারি অ্যাকসন শুরু হয়েছে তার বিরুদ্ধে। এরকম ঘটনা যাতে না ঘটে তার ব্যাবস্থা নেওয়া হচ্ছে। তবে শিক্ষকের ঘুমানোর ছবি এলাকায় ছড়িয়ে পড়ায় মনোরঞ্জন এর বিষয় হয়ে উঠেছে।