৭১এর যোদ্ধা দের ট্রিবিউট দিতে কার র‌্যালি

অরণ্য,ঝাড়গ্রাম - ৯ই ডিসেম্বর:


 ১৯৭১ সালের বাংলাদেশের যোদ্ধা দের ট্রিবিউট দেখাতে বিশেষ কার র‌্যালি ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম কে এর উপযুক্ত ভেবে নির্বাচনের লক্ষ্য এখান কার ট্যুরিজমকে প্রমোট। ইষ্টইন্ডিয়ায় এই র‌্যালি  প্রথম বলে দাবি উদ্যোক্তাদের ,এখানে স্পিড নয়। এটা টাইম কন্ট্রোল ও প্যাসেজ কন্ট্রোল র‌্যালি । ইন্ডিয়ান এয়ারফোর্স এর যৌথ উদ্যোগে এই কার র‌্যালি আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রামে শুরু হওয়া এই র‌্যালি   ১৮০ কিমি রান করবে। যার মধ্যে ৭২ কিমি ঝাড়গ্রামে রান করবে। আগামী কাল শেষ হবে বালিভাষায় এয়ারফোর্ষের নির্দিষ্ট জায়গায়। 

শেষে কলকাতায় পুরষ্কার বিতরণ রাজ্যসরকারের ক্যাবিনেট মন্ত্রী, এবং আর্মি পার্সনালিটিদের উপস্থিতিতে। ঝাড়গ্রামে এর আগে স্পিড  র‌্যালি হলেও এই  র‌্যালি  প্রথম। এবং যেহেতু যে জায়গা দিয়ে গাড়ি গুলো যাবে সেখানকার ছবি প্রচার করা হবে র‌্যালি  তরফ থেকে। ফলে জঙ্গল মহলের প্রচার হবে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে। তাই ৭১ এর যোদ্ধা দের সম্মান জানানোর পাশাপাশি ঝাড়গ্রাম ও পর্যটন মানচিত্রে এক বিশেষ জায়গা পাবে বলে বক্তব্য ঝাড়গ্রামের জেলাশাসক সুনিল আগরওয়ালের।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.