গ্রেপ্তার তৃনমূল অঞ্চল সভাপতি

 অরণ্য,ঝাড়গ্রাম - ৮ ডিসেম্বর:

বেলপাহাড়িতে নির্মান সহায়ককে মরাধোর অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার তৃনমূল কংগ্রেসের ভুলাভেদা অঞ্চল সভাপতি নিখিল সিংহ সহ দুই। তাদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।অভিযোগ ভুলাভেদা গ্রামপঞ্চায়েতের নির্মান সহায়ক সুজিত ধল গতকাল দুপুরে খাওয়ার পর যখন অফিস চত্ত্বর বেরিয়ে ছিলেন তখন হঠাৎ করেই চারজন ব্যাক্তি তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। মারতে মারতে তাকে পাশে দাড়িয়ে থাক একটি মারুতিগাড়ি তে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় নির্মান সহায়ক এর চিৎকারে বিডিও সহ বাকি লোক গাড়ি টাকে ঘিরে ফেলে বেগতিক দেখে ঐ অঞ্চল সভাপতি সহ বাকি তিনজন পালিয়ে যায়। তবে হাতাহাতির সময় ঐ অঞ্চল সভাপতির মুখের ঢাকা গামছা সরে গেলে তাকে চিনে ফেলে নির্মান সহায়ক। এরপরে পুলিশ ঐ ড্রাইভার কে গ্রেপ্তার করে এবং কে গাড়ি ভাড়া নিয়েছিলো তাজেনে সে অনুযায়ী এফআইআর করে অপহরণ ও মারধর এর। রাতেই গ্রেপ্তার করা হয় ঐ অঞ্চল সভাপতি কে। বাকি দের খোঁজে তল্লাশি চলছে। অঞ্চল সভাপতি কোর্টে জানান কোনো কিছু না জানিয়েই নিজের খুশি মত বারবার এলাকার উন্নয়নের কাজ এর টেন্ডার ওপেন করে নিচ্ছিল এই নির্মান সহায়ক। প্রধান কম শিক্ষিত হওয়ার সুযোগে তাকে দিয়ে সই করিয়ে নেওয়া হচ্ছে। তাই তার সাথে কথা বলতে গেলে ধাক্কা ধাক্কি হয়। তাকে পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেটাকেই অপহরণ বলে অভিযোগ করা হচ্ছে।তবে পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে গাড়ির ড্রাইভার ও অঞ্চল সভাপতি কে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.