অরণ্য, ঝাড়গ্রাম-২১ নভেম্বর:
হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ দেখালেন নয়াগ্রামে গ্ৰামবাসীরা।বন্ধ করা হল কাজ। নিম্নমানের সরঞ্জাম দিয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করেছেন।পিচের এই নতুন রাস্তার প্রলেপ সামান্য আঘাতে উঠে আসছে।ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্রাম ব্লকের ৩ নং বড় খাঁকড়ি অঞ্চলের বড়খাঁকড়ি থেকে ছোটখাঁকড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বলে গ্রামবাসী দের অভিযোগ।
ঠিকাদার সংস্থা যেভাবে পিচ দিয়ে রাস্তা তৈরি করছে তা দুই একদিনের মধ্যেই রাস্তাটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। রাস্তার পিচ আঙুলে তোলা যাচ্ছে বলে অভিযোগ। যার জেরে ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা।প্রায় ১০ টি গ্ৰামের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি।গ্রামবাসীরা জানান যিনি ঠিকাদার সংস্থার কর্ণধার তার কোনো খোঁজ নেই। যারা কাজ করছেন তারা কোন কিছু বলতে পারছেন না। আমরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করতে নিষেধ করেছি এবং যাতে ভালোভাবে রাস্তা তৈরি করা হয় তার ব্যবস্থা নিতে বলেছি। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় বিক্ষোভ দেখান ওই এলাকার মানুষজন।তৃনমূল নেত্রী রেখা সরেন বিষয়টি খোঁজ নিয়ে দেখার কথা বললেও, বিজেপির জেলা সম্পাদক তুফান মাহাত তৃনমূল নেতাদের কাটমানি খাওয়াকেই কাজ খারাপের প্রধান কারন বলে অভিযোগ করেছেন।