নিজস্বসংবাদদাতা,ঝাড়গ্রাম - ২১নভেম্বর :
দিনে দুপুরে সরকারি জঙ্গল থেকে গাছ কাটার অভিযোগে পথ অবরোধ গ্রামবাসীদের।এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের মুড়াকাটি এলাকায় রাস্তায় গাছ ফেলে পথ অবরোধ করল গ্রামবাসীরা। অভিযোগ প্রতিনিয়ত দিনের পর দিন বাকড়া বিটের মুড়াকাটি এলাকার জঙ্গলের গাছ অবৈধ্য ভাবে কেটে ফেলা হচ্ছে তবুও হুশ নেই প্রশাসনের। দিনের পর দিন যেভাবে জঙ্গল কেটে ফেলা হচ্ছে যার
কারণে হাতি প্রতিনিয়ত লোকালয়ে চলে আসছে ক্ষতি হচ্ছে ঘরবাড়ি ফসলের। গ্রামবাসীদের অভিযোগ বারংবার বনদপ্তরকে জানানো হলো কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না।গ্রামবাসীদের দাবি ব্যবস্থা গ্রহণ করুক বনদপ্তর। সকাল থেকে সাঁকরাইল এর মুড়াকাটি এলাকায় চলে অবরোধ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। কয়েক ঘন্টা চলে অবরোধ।অবরোধের ফলে ক্যেশিয়াপাতা লোধাশুলি রাস্তায় শুরু হয় যানজট এবং পুলিশের হস্তক্ষেপে অবশেষে উঠে অবরোধ।