রাস্তায় দূর্নীতি

 অরণ্য, ঝাড়গ্রাম- ৪ঠা ফেব্রুয়ারি:

রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ গোপীবল্লভপুর ১নং ব্লকের আসনবনি গ্রামে। জানাঘাটি গ্রাম থেকে আসনবনি গ্রাম পর্যন্ত,রাজ্য সরকারের আয়তায়  ২৬ লক্ষ টাকা ব্যয় করে লাল মোরামের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল।সেই কাজে বেনিয়ম হওয়ার কারণে  ক্ষুব্দ গ্রামবাসীরা। গনসাক্ষর করে বিডিও কে অভিযোগ জানানো হয়। এর পরই গ্রামবাসী ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দেন। গোপীবল্লভপুর ১ ব্লক অফিসে বিডিওর কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। 


গ্রামবাসীদের দাবি কাজের যে প্রক্রিয়া রয়েছে মাটি ফিলিং করে বালি দিয়ে তারপরে ইট বিছিয়ে মোরাম ফেলার কথা ছিল সেই নিয়ম মানছেন না ঠিকাদার সংস্থা, যার কারণে তারা এই কাজ মাঝ রাস্তায় বন্ধ করতে বাধ্য হয়েছেন। যদি সঠিক নিয়মে রাস্তা নির্মিত হয় তাহলেই তারা এই রাস্তা নির্মাণ করতে দেবেন বলে বক্তব্য গ্রামবাসীদের। সেই অভিযোগের ভিত্তিতে গোপীবল্লভপুর ওয়ানের বিডিও ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠান ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। তবে এখনো পর্যন্ত সঠিক নিয়মে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার কোনো লক্ষন চোখে পড়েনি আসনবনি গ্রামে। কবেই রাস্তা সঠিক নিয়মে সম্পূর্ণ হবে তার দিকে তাকিয়ে রয়েছেন গ্রামের সাধারণ মানুষ ।

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এটা তো প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে, কিছু বলার নেই।

    ReplyDelete