অরণ্য,ঝাড়গ্রাম - ৩০শে জানুয়ারি:
প্রদীপ সরকার দ্বিতীয় বার ঝাড়গ্রামে সিপিআইএমের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন । গত দুদিন ব্যাপি ঝাড়গ্রাম শহর থেকে ৪২ কিমি দূরে বেলপাহাড়িতে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সর্বসম্মত ভাবে নির্বাচিত হন প্রদীপ সরকার। এবারে ঝাড়গ্রামে সিপিআইএমের জেলা সম্মেলনের দুটি তাৎপর্যপূন্য বিষয় হল, ডেলিগেটস দের মধ্যে প্রায় ৪০ জন ৩১ বছরে নিচে, অর্থাৎ যুব। যা এই মুহূর্তে জেলাস্তরে বাম দল গুলোতে একটা দুর্লভ দৃশ্য।
আর ঝাড়গ্রাম শহর ছেড়ে একসময় মাওবাদীদের আতুরঘর বেলপাহাড়িতে সম্মেলন অনুষ্ঠিত করা। বাঘের আগমন, বিডিও, বিএলআরও র জায়গা নিয়ে বাধাদান সব কিছু কে উপেক্ষা করে দুদিন ব্যাপি এই সম্মেলন ছিলো যথেষ্ট তাৎপর্য পূর্ণ। নির্বাচিত সম্পাদক প্রদীপ বাবু বলেন চাকরির সমস্যা, চারশো স্কুল বন্ধ, প্রকল্পের টাকা নয়ছয়, জল জমি জঙ্গলের সমস্যা তুলে ধরে পার্টি কমরেডদের নিয়ে এলাকায় আন্দোলন গড়েতোলা। বিশেষ করে যুব সদস্যদেরকে সাথে নিয়ে নবীন প্রবীন একসাথে কাজ করার কথা বলেন তিনি।