অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা ,পালিত হল শিক্ষক দিবস

অরণ্য, ঝাড়গ্রাম-৮ সেপ্টেম্বর:

 ঝাড়গ্রামে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা। শিক্ষক শিক্ষিকারা আমাদের সমাজের মেরুদন্ড। তারা ভাবি প্রজন্মকে গড়ে তোলার মূল কারিগর। তাই রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথি সালায়। 


অনুষ্ঠান শুরুর আগে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি  শিক্ষক দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে  ফুলের মালা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলেই শ্রদ্ধা নিবেদন করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা সহ অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা। ওই অনুষ্ঠানে শিক্ষক সমাজের সকলকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাদের ফুলের তোড়া, উত্তরীয়, স্মারক  দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.