তৃনমূলের নমিনেশন জমা

অরণ্য, ঝাড়গ্রাম - ৩রা মে:

বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে মিছিল করে তৃণমূলের নমিনেশন জমা ঝাড়গ্রাম লোক সভা কেন্দ্রের। ঝাড়গ্রাম লোকসভায় এবার জয় লাভ করবে তৃনমূল। বিজেপি প্রায় অর্ধেকের বেশী বুথে এজেন্ট দিতে পারবে না। জেলা জুড়ে বিজেপি নেই।  ঝাড়গ্রাম আসন পুনরুদ্ধার করে মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দেওয়া হবে। 


বক্তব্য ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতর। প্রায় ৫০০০ কর্মী সমর্থক নিয়ে আজ বর্নাঢ্য শোভা যাত্রা করে তৃনমূল। বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে ছয় বিধায়ক ও প্রার্থী কে নিয়ে হিন্দু মিশন মাঠ থেকে জেলা শাসক অফিস পর্যন্ত মিছিল করে। প্রায়১কিমি রাস্তা গোটাটাই মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে। ছয় বিধায়ককে সাথে নিয়ে তৃনমূল প্রার্থী কালিপদ সরেন জেলা শাসকের কাছে নমিনেশন দিতে প্রবেশ করেন। সংবাদ মাধ্যমের সামনে প্রার্থী কালিপদ সরেন বলেন এবার তারাই জিতছেন। তৃনমূলের ঘুন দিয়ে শুভেন্দু ভোট করাবে প্রসঙ্গে বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন--- এর আগে বিজেপির নমিনেশন এবং জনসভায় শুভেন্দু অধিকারী এলেও সে ভাবে জমায়েত হয়নি। জঙ্গল মহলে শুভেন্দু তার জনপ্রিয়তা হারিয়েছে। মুখ আছে বলে যা খুশি বলে যাচ্ছেন। তাকে কেউ আর পাত্তা দেয় না। বান্দোয়ানের বিধায়ক রাজীব সরেন বলেন শুভেন্দুর বান্দোয়ানের অনুষ্ঠানে লোক হয়নি বলে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। সবমিলিয়ে আজকে ঝাড়গ্রামে তৃনমূলের সব বিধায়কেরা এক হয়ে প্রার্থী কে নিয়ে এই মিছিল করেন। যা ছিলো চোখে পড়ার মতো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.