সংকটে বিজেপি , উত্থান সিপিএমের

 অরণ্য,ঝাড়গ্রাম - ৪ঠা মে:

নমিনেশন জমা করলো কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীর সিপিএমের সোনামণি টুডু। হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে ঝাড়গ্রাম শহরে বর্নাঢ্য মিছিল করে আজ  দিদি, মোদী কারো সাথেই ঝাড়গ্রামের মানুষ নেই। জঙ্গলমহলের মহিলারা হাজার টাকা চায়না,সম্মান চায়। মানুষ চাকরি চায়। যার কোনোটাই নেই। আর মোদী টাকা দিয়ে সব কিনতে চাইছে।তাই একসময় যে সমস্ত মানুষ বিজেপিতে গিয়ে ছিলো তারা আবার সিপিএমে ফিরে এসেছে। তার প্রমান আজকের মিছিল। 

বক্তব্য প্রার্থী সোনামনি টুডুর।জঙ্গল মহলে এবার বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের  মুখে ফেলেছে সিপিএম। কারণ গত লোকসভা ভোটে বামেদের ভোট রামে যাওয়া এবং তৃনমূলের প্রার্থীর কিছু ভুল সিদ্ধান্তের দরুন ঝাড়গ্রাম সিট হাতছাড়া হয়। যদিও তৃনমূল এবার সেই ভুল করেনি। ডাক্তার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাত  প্রার্থী সহ সমস্ত বিধায়ক দের একসাথে নিয়ে গতকাল শহরে মিছিল করে ঐক্যের বার্তা দিয়ে  ঝাড়গ্রামবাসীকে সিট টা নিশ্চিত করেছেন বলে বক্তব্য রাজনৈতিক  বিশ্লেষকদের। এবার সিপিএমের ভোট ব্যাঙ্কের ঘর বাপসির ফলে বহু বছর পর, ফের লালঝাণ্ডা নিয়ে এক সাথে এত লোক কে দেখা গেলো শহর দাপাতে। বিজেপির নমিনেশনে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেও মেরে কেটে ৬০০ /৭০০ লোক হয়েছিলো। সেখানে আজ সিপিএমের মিছিল যে বিজেপি কে অস্বস্তিতে ফেলছে সেটা বলাই যায়। ভোট শতাংশ বাড়িয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে আসাটাও কোনো অস্বাভাবিক নয় বলে মন্তব্য সাধারন মানুষের।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.