অরণ্য, ঝাড়গ্রাম - ২০শে এপ্রিল:
তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রীর কাছাকাছি তীব্র গরমে জলহীন অবস্থায় ঝাড়গ্রামের পচাখালি এলাকার ৬/৭ টি পরিবার। । চরম দূর্বিসহ অবস্থা। তারি মধ্যে জল না থাকলে অবস্থা আরো চরমে পৌঁছায়। সেরকমই জল হীন অবস্থা পুরসভার চার নম্বর ওয়ার্ড লাগোয়া রাধানগর অঞ্চলের পচাখালি গ্রামে। সকাল হলেই ঐ পরিবারের মহিলা বাচ্চারা পাশ্ববর্তী খালের জল আনতে বেরিয়ে যায়। খালের পাশের মাটি খুঁড়ে জল বার করে তা পরিষ্কার করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করে। শুধু পানীয় জল নয়।
গ্রামে ঢোকার একমাত্র রাস্তাও আজ পর্যন্ত করে দেয়নি কেউ। ফলে ঝোপ জঙ্গল পেরিয়ে মাঠের উপর দিয়ে যাতায়াত করতে হয়। অভিযোগ বাম আমলের দূর্দশা ঘোচেনি ডান আমলেও। ফলে চরম সমস্যায় ঐ এলাকার ৬/৭ টি পরিবার। তৃনমূল পঞ্চায়েত সদস্যের বক্তব্য পানীয় জলের ব্যবস্থা ছিলো। সম্প্রতি ডিপটিউবয়েল খারাপ হয়ে গেছে ফলে জলের সমস্যা তৈরী হয়েছে। তিনি বিকল্প ব্যবস্থা করছেন। যদিও বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত দূর্নীতির অভিযোগ তুলে কটাক্ষ করেছেন শাসক দলকে।