কুড়মির দেওয়াল কুড়মিরই থাকবে

অরণ্য, ঝাড়গ্রাম-২০শে এপ্রিল:

কুড়মি আন্দোলনে ফের কিছুটা অশান্ত হয়ে ছিলো জঙ্গল মহল। এবার কুড়মিরা সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়েই তাদের দাবি আদায়ে মড়িয়া। তাই এবার ভোটে কুড়মি প্রার্থী শুধু দাঁড় করানো নয়। অভিনব স্লোগান ও তাদের প্রচারে বিশেষ আকর্ষন।কুড়মির দেওয়াল কুড়মিরই থাকবে। অর্থাৎ কুড়মিদের দেওয়াল লেখার অধিকার অন্য কোনো দলের নেই শুধু কুড়মি প্রার্থীরাই লিখবে। পাশাপাশি নতুন স্লোগান আমাদের ভোট আমাদের থাক। অর্থাৎ কুড়মি সহ পিছিয়ে পড়া জনজাতির দাবি কেন্দ্র রাজ্য কেউ শুনছে না। তাই এই অভিনব স্লোগান। কুড়মিদের ভোট তৃনমূল, বিজেপি কোনো রাজনৈতিক দলকে নয় তাদের নিজেদের প্রার্থীকেই দেওয়া হোক। জঙ্গল মহলে পঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা তে প্রার্থী দিয়েছে কুড়মিরা। কুড়মিদের দুটি পৃথক সংগঠন আলাদা আলাদা প্রার্থী মনোনীত করেছে। সেরকমই নাগাচারি কুড়মি সমাজের তরফ থেকে আজ বরুন মাহাত ঝাড়গ্রামে প্রচার শুরু করেন। প্রচারের আগে ২৬দফা দাবি সহ ইস্তেহার প্রকাশ করেন তারা। নিজেদের আদিবাসী বলে দাবি করা কুড়মিদের অন্যতম দাবি তাদের আদিবাসীতে তালিকাভুক্ত  করতে হবে।

পাশাপাশি সাঁওতাল বাদে বাকি জনজাতির গোষ্ঠী পিছিয়ে আছে দাবি করে, তাদেরও উন্নয়নের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। ফিফত সিডিউল, সিক্সথ সিডিউল লাগু করতে হবে।  জঙ্গলের সম্পদ যাতে বাইরে পাচার না হয় তাই অবিলম্বে সিএনটিঅ্যাক্ট লাগু করার দাবি জানিয়ে আজ থেকে প্রচার শুরু করে কুড়মিরা। জঙ্গলমহলে কুড়মিরা প্রায় ৩৪শতাংশ। সেই জনসংখ্যার হিসেবেই এবার কুড়মিরা প্রার্থী দিয়েছে। কিন্তু দুটো প্রার্থী হওয়ায় ভোট কাটাকাটিতে বিজেপি না তৃনমূল সুবিধা পায় সেটাই সবচে বড় আলোচনার বিষয়।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.