প্রচারে ঝড় বামেদের

 

অরণ্য, ঝাড়গ্রাম-৬ই এপ্রিল:


 তীব্র তাপ দাহকে অগ্রাহ্য করে বাম প্রার্থীরা প্রচারে ঝড় তুলেছে।বিজেপি তৃনমূলের আদিবাসী বঞ্চনার অভিযোগ তুলে গোপীবল্লভপুরে প্রচারে সিপিএমের প্রার্থী সোনামণি মুরমু ( টুডু ) । প্রচন্ড রোদেও বামেদের নজর কাড়া মিছিল কপালে ভাঁজ ফেলবে তৃনমূল বিজেপির কপালে। ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহ কে চ্যালেঞ্জ নিয়ে ভোট প্রচারে সব রাজনৈতিক দলের প্রার্থীরা,প্রচারে পিছিয়ে নেই বামেরাও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে  আজ দলীয় কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন তারা। তারপর গোপীবল্লভপুর বাজার এলাকায় বিশাল মিছিল করেন।প্রার্থী নিজে সেই মিছিলে পৌরোহিত্য করেন। বিজেপি, তৃনমূল দলে যখন প্রার্থী দেওয়া নিয়ে কিছুটা মত পার্থক্য। 


যেখানে একসাথে মিটিং করতে দেখা যাচ্ছে না। তখনই খুব ধীর গতিতে পাড়ায় পাড়ায় কথা বলে মিটিং, মিছিল করে নিজেদের কাজটা গুছিয়ে নিচ্ছে।শুধু তাই নয় চুপচাপ এই জিতের সুযোগটাও কাজে লাগিয়ে ভোট পার্সেন্টেজ বাড়ানোর লক্ষ্যে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে তারা। আজকের বিশাল মিছিল তারি জলন্ত উদাহরন। প্রার্থী নিজেও জানালন জেতার ব্যাপারে আশাবাদী তারা। তার বক্তব্য তৃনমূল বিজেপির চুরি, লুঠপাঠের বদলে নতুন প্রজন্ম কে ভর করে আবার চালকের আসনে থাকবে বামেরা।


 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.