নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম-৬ই এপ্রিল:
মাথায় ৪০° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঝাড়গ্রাম জেলা জুড়ে চড়েছে তাপমাত্রার পারদ আর সেই তীব্র দাবদাহ কে উপেক্ষা করে প্রচারে বেরিয়ে পড়েছেন তৃনমূল প্রার্থী। প্রচন্ড গরমে সাধারণ মানুষের দেখা পাবেন না জেনেই, বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন প্রার্থী কালীপদ সরেন। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন তিনি। মানুষের অভাব অভিযোগ সব কিছুই শুনছেন দাওয়ায় বসে।
বেলা বাড়লে রোদ ও বাড়ে। তখন তিনি সোজা পৌঁছো জান ঝাড়গ্রাম আদালতে। আদালতে প্রতিটা উকিল বাবুর সেরেস্তায় ঘুরে ঘুরে পরিচিতি সারেন। বাইরের লোকেদের সাথেও জনসংযোগ করেন তিনি। প্রার্থীর এভাবে সমস্ত উকিল বাবুদের সেরেস্তায় যাওয়ায় খুশি উকিল থেকে কোর্টের কাজে আাসা সকলেই। গতবারের হারানো সিট পুনরুদ্ধারে মরিয়া প্রার্থী কালিপদ সরেন।