কিষাণমন্ডিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। অভিযোগ কিষাণমন্ডিতে ধান বিক্রি করার পরেও প্রাপ্য টাকা তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও কৃষকের একাউন্টে টাকা আসেনি। এহেন ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কিষান মান্ডিতে।
শক্তিপদ পাল এবং গৌরচন্দ্র পালের বক্তব্য তারা গত বছরের ডিসেম্বর মাসে কিষান মান্ডিতে ধান বিক্রি করেছিলেন কিন্তু ধান বিক্রির পরেও তাদের একাউন্টে টাকা ঢোকেনি। এই অভিযোগ তুলে এদিন তারা কিষণমন্ডিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে জামবনী থানার পুলিশ ও মান্ডি অফিসারেরা কৃষককে তার ন্যায্য পাওনা পাইয়ে দেওয়া হবে এই আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হলেও এলাকায় উত্তেজনা আছে।