গর্ভবতী মা ও শিশুরা বঞ্চিত আইসিডিএস সেন্টারে খাবার থেকে

অরণ্য, ঝাড়গ্রাম - ৫ই মার্চ:

 চাল, ডাল, ডিম আসছে না আইসিডিএস সেন্টারে । ফলে গর্ভবতী মা ও শিশুরা পাচ্ছে না খাবার। এছাড়া ওই সেন্টারে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, ফলে নোংরা পরিবেশেই চলে সেন্টার। গ্রামবাসীদের দাবি, বিগত দুই-তিন মাস ধরেই চলছে এই অচলবস্থা। ক্ষোভে  ফুঁসছেন গ্রামবাসীরা। সকাল থেকেই তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের বাঁদরবনি এলাকায় তিনটি আইসিডিএস সেন্টারের মধ্যে  একটি স্থানেও মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় না। বাঁদরবনির তিনটি আইসিডিএস সেন্টার মিলিয়ে প্রায় ১৫০ শিশু ও ৫০ জন গর্ভবতী মা খাবার পান। 

অভিযোগ, আইসিডিএস সেন্টারের কর্মীরা এসে খাতায় নাম লিখিয়ে ফিরে যান, কিন্তু খাবার দেওয়া হয় না। অভিযোগ, গত দুই মাস ধরে গড়ে সাত থেকে ১০ দিন খাবার দেওয়া হয়েছে। মাসের বাকি দিনগুলো খাবার পাচ্ছে না মা ও শিশুরা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে চলে ওই আইসিডিএস সেন্টারটি। এছাড়া এই আইসিডিএস সেন্টারের ইন চার্জ নিয়মিত আসেন না বলেও অভিযোগ।ওই আইসিডিএস সেন্টারের এক কর্মীর দাবি, জোনাল অফিস থেকে প্রয়োজনীয় চাল, ডিম ও রান্নার সামগ্রী আসছে না। তাই নিয়মিত খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁরা বিষয়টি জোনাল অফিসে জানিয়েছেন। গর্ভবতী মা ও শিশুদের জন্য সুষম আহারের জন্য আইসিডিএস সেন্টারগুলি খোলা হয়েছে। সেখানে রোজ একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু বাঁদরবনি এলাকায় সুষম আহার তো দূর অস্ত, নিয়মিত খাবারই দেওয়া হচ্ছে না। সামনেই লোকসভা ভোট, তার আগে গ্রামবাসীদের এই ক্ষোভ যথেষ্টই চাপে রাখবে শাসকদলকে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.