অরণ্য, ঝাড়গ্রাম-২০শে ফেব্রুয়ারি :
অ্যাম্বুলেন্সে আগুন। জঙ্গলের মাঝে আগুন লাগায় তা নেভানো যায়নি। ভস্মীভূত হয়ে যায় অ্যাম্বুলেন্সটি। নয়াগ্ৰামের বাগডোবা গ্রাম লাগোয়া জঙ্গল রাস্তায় রহস্যজনকভাবে আগুন লেগে ভষ্মিভূত হল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যবহৃত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এম্বুলেন্স। মঙ্গলবার বিকালের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোবা এলাকায়। এদিন কাজলা জনকল্যান সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এম্বুলেন্স নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিয়ে নয়াগ্ৰাম ব্লকের বাবুই চটি গ্রামে বাড়ি পৌঁছে দিতে এসেছিল।
রোগীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর এম্বুলেন্সটি যথারীতি ফের হাসপাতালের দিকে ফিরছিল।এমন সময় বাগডোবা এলাকায় রাস্তার উপর হঠাৎ করে এম্বুলেন্সে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে এম্বুলেন্সটি।তবে ঘটনার সময় ভেতরে কোন রোগী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই। এম্বুলেন্স চালক কোনক্রমে গাড়ি থেকে পালিয়ে বাঁচেন বলে খবর।তবে যে স্বেচ্ছাসেবী সংগঠনের এম্বুলেন্স তাদের অভিযোগ জঙ্গল এলাকা হওয়ায় জল না পাওয়ার কারণে এম্বুলেন্সটি পুরোপুরি ভষ্মিভূত হয়েছে। পাশাপাশি পুলিশ ও দমকল সঠিক সময়ে পদক্ষেপ নেয়নি বলেও উঠছে অভিযোগ।