অভুক্ত মিডডেমিলের শিশুরা

 অরণ্য, ঝাড়গ্রাম ১১ই ফেব্রুয়ারি:


মিডডেমিলের চরম অব্যবস্থা চালের অভাবে রান্না হয় না বচ্চাদের। অভুক্ত থাকতে হয় মাসের বেশ কিছু দিন। নিজেদের বাড়ি নেই। অর্ধেক হয়ে দীর্ঘদিন পড়ে রয়েছে বাঁধগোড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তাই কখনো খোলা আকাশের নিচে তো কখনো লোকের বাড়ির উঠান ভরসা।ঝাড়গ্রামের বাঁধগোড়া অঙ্গনওয়ারি কেন্দ্রের নেই স্থায়ী ঠিকানা।নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও তা অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । দীর্ঘ দিন বছরের পর বছর ধরে কখনো গাছের নিচে আবার কখনো কারো বাড়ির উঠোনে শিশুদের পঠন পাঠন থেকে মিডডেমিলের রান্না হয়। মাসের বেশ কিছুদিন বন্ধ থাকে মিড ডে মিলও কারণ সময়ে নাকি তাদের কাছে চাল পাঠানো হয় না অভিযোগ কর্মী থেকে অভিভাবক সবার।

অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। মিডডেমিলের রান্না নিয়মিতও করার কোনো উদ্যোগ নেই।অভুক্ত অবস্থায় ফিরতে হচ্ছে শিশুদের।যে ভবন নির্মাণ হয়েছে তাও অর্ধসমাপ্ত।নির্মাণের টাকা কোথায় গেলো প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। দূর্নীতির অভিযোগ বিজেপির। সে টাকাও নেতাদেরে  পকেটে অভিযোগ বিজেপির।তৃনমূল নেত্রী এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেখা সরেন কে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টাই জানেন না বলেন। প্রশাসন এর দৃষ্টি আকর্ষন করবে বলে জানান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.