নিজেস্বসংবাতা , বীজপুর-১৯শে জানুয়ারি:
বীজপুরের জননেতা সমাজকর্মী স্বর্গীয় মৃণাল কান্তি সিংহ রায়ের ৯তম মৃত্যুবার্ষিকী। গোটা বীজপুর অঞ্চল জুড়ে পালন করা হচ্ছে মৃত্যুবার্ষিকী। আবুদার আবুখ্যায় মুক্তিযুদ্ধে মাল্যদান থেকে শুরু করে রক্তদানের মধ্যে দিয়ে আজকে স্মরণ করা হচ্ছে তাকে।কাঁচরাপাড়া সার্কাস ময়দানে ও ঠিক সেরকম ভাবেই রক্তদান ও বস্ত্র বিতরণ করা হয় হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারীর হাত ধরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে শতাধিক মানুষ রক্ত দান করেন তার পাশাপাশি বহু মানুষের সমাগম হয় এই সার্কাস ময়দানে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার একাধিক তৃণমূল কর্মী ও সদস্য ।