অরণ্য, ঝাড়গ্রাম-১৮ই জানুয়ারি:
রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ।বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি এলাকায় রাস্তার এমন অবস্থা।সদ্য নির্মিত রাস্তায় হাত দিলেই হাতে উঠে আসছে পিচের আস্তরণ।বেরিয়ে আসছে গুটি। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন আগে রাতেই রাস্তায় পিচের প্রলেপ পড়েছে কিন্তু গাড়ি চলাচল করতেই উঠতে শুরু করেছে পিচ।কয়েক ফুট ছাড়া ছাড়াই রাস্তার এই অবস্থা।
যা নিয়ে ক্ষোভ মানুষের মধ্যে। গত ৬ মাস আগে এই রাস্তায় অবরোধ করে ছিলো গ্রামের মানুষ স্কুল ছাত্র ছাত্রীরা তাদের দাবি ছিলো সঠিকভাবে নির্মিত হোক রাস্তা। যা নিয়ে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় প্রশাসন।দহিজুড়ি এলাকায় দহিজুরি থেকে পরিহাটি যাওয়ার রাস্তার কাজ শুরু হয়। পিচের প্রলেপ ফেলে রাস্তার কাজ শুরু হয়েছে। গাড়ি চলাচল করতেই পিচের প্রলেপ উঠতে শুরু করেছে রাস্তার গুটি বেরিয়ে আসছে, ক্ষুব্ধ হচ্ছে স্থানীয় সাধারণ মানুষ।সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ রাস্তার নির্মাণ কাজে বেনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। যার ফলে রাস্তার বেহাল অবস্থা। তৃনমূলের বুথ সভাপতি ইমাম বক্স ও অভিযোগ স্বীকার করেছেন। তবে বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত জানান গোটা সরকার টাই চুরির তাই কাজেও চুরি।