রেশন ধর্মঘটে সামিল হল না জঙ্গল মহল

অরণ্য,ঝাড়গ্রাম-২রা জানুয়ারি:

 

ঝাড়গ্রাম জেলায় প্রায় ৩৫৯ টা রেশন দোকান খোলা রেখেছে রেশন ডিলাররা। জঙ্গল মহলে হলনা রেশন ধর্মঘট।ডিলারদের বক্তব্য এই জেলায় বেশীর ভাগ  পিছিয়ে পড়া মানুষ রেশনের উপর নির্ভরশীল। তাই এখানে রেশন বন্ধ রাখলে চরম সমস্যায় পড়বেন এই সমস্ত উপভোক্তারা। 


পাশাপাশি এখানে রেশনের পরিমান বেশী। তাই এবারের রেশন খালি না করলে পরের বারের রেশন অতিরিক্ত জমে গেলে তা রাখার সমস্য। তাই গোটা ঝাড়গ্রাম জেলার সমস্ত রেশন দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন ডিলারের এই সিদ্ধান্তে খুশি উপভোক্তারা। তাদের বক্তব্য মাসের শুরুতে রেশন বন্ধ থাকলে চরম সমস্যায় পড়তেন তাড়া। অতিরিক্ত অর্থ ব্যায় করে চাল আটা কিনতে হতো যা খরচ করা তাদের পক্ষে অসম্ভব। তাই রেশন দোকান খোলা রাখার সিদ্ধান্তে সাধুবাদ জানচ্ছেন তারা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.