কল্পতরু উৎসব ঘিরে ভক্তের ঢল

 নিজেস্বসংবাদদাতা ,উত্তর দিনাজপুর -১লা জানুয়ারি:

১লা জানুয়ারি দিনটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবছর। বলা হয় এই দিনে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন  "তোমাদের চৈতন্য হোক"। তিনি নিজের স্বরুপ প্রকাশ করেছিলেন। যে যা চেয়েছিলেন সেভাবেই তাদের আশীর্ব্বাদ করেছিলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেইদিন থেকেই এই পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব রূপে পালন করা হয়। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সোমবার পালন করল কল্পতরু উৎসব। 


রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে কল্পতরু উৎসবে এদিন সকাল থেকেই অগনিত ভক্তের সমাগম হয়। বেলুর মঠের আদলে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের মঙ্গলআরতি, বিশেষ পুজো, হোম, সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরন করা হয়। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরেশাত্মানন্দ মহারাজ জানান, প্রতিবারের মত এবারেও কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়েছে যথাযথ নিয়ম মেনে। প্রচুর ভক্ত উপস্থিত হয়েছেন। সকলেই প্রার্থনা জানাচ্ছেন ঠাকুরের উদ্দেশ্যে।


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.