দশ বছর ধরে অন্ধকারাছন্ন পৌরো এলাকা

অরণ্য, ঝাড়গ্রাম-১৩ই জানুয়ারি:


ঘুটঘুটে অন্ধকার রাস্তা। মাঝে মাঝেই হাতি বা বন্য জন্তুর হামলার আশঙ্কা। ছিনতাইও হয় মাঝে মাঝে।পৌরসভা এবং পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া পৌর এলাকার প্রায় এক কিমি রাস্তায় কোনো আলো লাগেনি গত ১০ বছরে।অন্ধকারে ঝাড়গ্রাম পর্যটনের অন্যতম প্রাণ কেন্দ্র জুওলজিকাল পার্কে আসা যাওয়ার রাস্তা।পৌর এলাকা ও পঞ্চায়েত এলাকার টানা পোড়েনে অন্ধকার দিয়ে যাতায়াত করতে হয় দূরদূরান্ত থেকে আসা পর্যটক সহ প্রায় ১০গ্রামের বাসিন্দাদের। আথচ এক কিমি দূরে পুলিশ লাইন পর্যন্ত আলোকিত। ২০২৩ শালে এই পর্যটন কেন্দ্রের আয় ৩৫ লক্ষ্য টাকা। ডিসেম্বর মাসের শেষ ৭দিনে আয় প্রায় ৮লক্ষ্য টাকা। অথচ দিনের শেষ বেলায় যারা এখানে ঘুরতে আসেন তাদের ফিরতে হয় অন্ধকারে। ফলে অন্ধকার নামার আগেই এলাকা ছেড়ে চলে যেতে হয় পর্যটক দের।পাশাপাশি এই রাস্তা দিয়েই পার্শ্ববর্তী গ্রামের মানুষকে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করতে হয় বা শহর থেকে বাড়ি ফিরতে হয়।পড়ুয়াদের রাত্রে শহরে পড়া বা কাজ  সেরে ফেরার সময় সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ একটাই। ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কের সামনের রাস্তা প্রায় ১কিমি অংশ জঙ্গল ঘেরা। যখন তখনই হাতির ভয় থাকে। জঙ্গল থেকে কুকুর সহ অন্যান্য বন্যপ্রাণীরা হঠাৎ করে বাইকের সামনে চলে আসায়  দুর্ঘটনা ঘটে। আলো থাকলে যা এড়ানো সম্ভব হত।


অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাই বা দুষ্কর্মর চেষ্টা হয়। স্থানীয় একটি ক্লাবের ছেলেরা তাই নজরদারি করে সন্ধ্যার পর থেকে।পার্কের সামনে যে রাস্তা সে রাস্তা সন্ধ্যে নামলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে অথচ এক কিলোমিটারের মধ্যে পুলিশ লাইন পর্যন্ত পৌরসভা স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছে। সমস্যার কথা পঞ্চায়েত অফিসে জানালে স্থানীয় মানুষকে জানানো হচ্ছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক পৌর এলাকার মধ্যে পড়ে তাই সমস্ত কিছুই সমস্যার সমাধান  পৌরসভা কর্তৃপক্ষই করতে পারবে, কিন্তু পৌরসভা কে জানালে কোন রকম হেলদোল নজরে আসেনি গত ১০ বছর ধরে। অথচ পৌরসভার আধিকারিকরা জুওলজিক্যাল পার্কের পার্শ্ববর্তী দোকানদের থেকে সরকারি ট্যাক্স নেন কিন্তু সমস্যার বেলায় এই সমস্ত এলাকার মানুষ সহ পর্যটকদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ঝাড়গ্রাম পৌরসভা। চেয়ারম্যান কবিতা ঘোষ এর দায়েসারা বক্তব্য।  কবে ঝাড়গ্রাম জুওলজিকাল পার্ক পার্শ্ববর্তী রাস্তায় আলোর ব্যবস্থা হবে তরিদিকে তাকিয়ে আছেন  সাধারণ মানুষ ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.