হাতির হামলায় নাজেহাল গ্রামবাসী

 

অরণ্য,ঝাড়গ্রাম-১০সেপ্টেম্বর: 


  1.  সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় রাস্তা অবরোধ উত্তর বাকড়া গ্রামবাসীদের। এদিন গ্রামবাসীরা ক্ষতিপূরণ সহ হাতিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দাবীতে পথ অবরোধ।গতকালের পর আজ  ভোর রাতে ফসলের পাশাপাশি ঘরবাড়ি ভাঙভচুর করে ব্যাপক ক্ষতি করে হাতির দল।

  2. হাতি সমস্যা এখন বিগত দিনের মাওবাদি সমস্যাকে মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েক মাস ধরে যে ভাবে হাতির দল বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, স্কুল ভাঙছে, ফসলের ক্ষতি করছে মানুষের মৃত্যু হচ্ছে তাতে নাজেহাল গ্রামবাসী।  হাতিরও মৃত্যু হচ্ছে। তাতে হুশ নেই বন দপ্তরের। ঝাড়গ্রামের বিধায়িকা বনপতি মন্ত্রী, তা সত্বেও নেই কোন ব্যবস্থা। জঙ্গল মহলের হাতির সমস্যা দীর্ঘ দিনের তাই তাকে এখানকার মানুষের কথা ভেবে বনপতি মন্ত্রীর দায়িত্ব দিয়েছে সরকার। অথচ মন্ত্রী নির্বিকার। বারংবার হাতির হামলায় মানুষের প্রাণ যাচ্ছে। ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু কোথায় বনপতি মন্ত্রী কে দেখা যাচ্ছে না। যা নিয়ে ক্ষোভ মানুষের। 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.