দিব্যেন্দু গোস্বামী, বীরভূম-২৭শে সেপ্টেম্বর:
চাকরি দেওয়ার টোপ দিয়ে এবার প্রতারণার শিকার বীরভূমের নানুরের এক যুবক। নাম সিরাজুল গফফার। এক লক্ষ ৪৮ হাজার টাকা চাকরি করে দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে বেসরকারি এক ব্যাংক ম্যানেজার।
বীরভূমের নানুর থানার বালিগুনি গ্রামের বাসিন্দা সিরাজুল গাফফার ইসলাম। নানুরের এই যুবককে শেখ উজ্জ্বল আলী অবসরপ্রাপ্ত বেসরকারি এক ব্যাংকের ম্যানেজার চাকরি দেওয়ার নাম করে এক লক্ষ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয়। বেকার যুবক প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত। তার দাবি অবিলম্বে টাকা ফেরত দেওয়ার। প্রশাসন এই বিষয়ে এগিয়ে আসুক।