রক্তদান শিবির , বিয়ের আসরে

 অরণ্য ,ঝাড়গ্রাম - ১লা ডিসেম্বর:

বিয়ের আগে রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ুতে । এই বার্তা দিতে নিজের মেয়ের বিয়েতে  রক্তদান শিবিরের আয়োজন করল গোপীবল্লভপুরের আলামপুরের বাসিন্দা সুনীতা প্রধান। জানা গিয়েছে প্রধান বাড়ির ছোটো মেয়ে ছয় মাস বয়স থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। 

আঠারো বছর বয়স হল এখন পর্যন্ত তাকে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করে রক্ত দিতে হচ্ছে। তাই রক্তদানের গুরুত্ব বোঝাতে মেয়ের বিয়েবাড়ীর অনুষ্ঠানে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল প্রধান পরিবার ও সুবর্ণরৈখিক পরিবার। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ  করেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.