অরণ্য, ঝাড়গ্রাম- ১৩ই জানুয়ারি:
ফের জঙ্গলে বাঘ। নিশ্চিত করেছে বনদফতর। মকর পরবের ঠিক আগে জঙ্গলে বাঘ আশায় এলাকায় বেশ আতঙ্ক তৈরি হয়েছে। ডিএফও উমর ইমাম জানান পায়ের ছাপ দেখে নিশ্চিত এটা বাঘ। তাই এই মুহুর্তে গ্রামবাসীদের এবং বাঘ , এই দুই কে কিভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থা নিচ্ছে বনদফতর। সম্ভাব্য যাতায়াতের রাস্তায় বসানো হয়েছে ট্রাপ ক্যামের। গতকাল কুরকুট তুলতে গিয়ে বাঁশপাহাড়ি অঞ্চলের মেনিয়ারডির জঙ্গলে প্রথম বাঘ দেখতে পায় গ্রামবাসীরা। গ্রামে এসে তার জানালে খবর পেয়ে বনদফতরের লোকজন আসে। ঝাড়গ্রামের ডিএফও সহ অফিসাররা বাঘের পায়ের ছাপ দেখে নিশ্চিত করে। তবে কোথা থেকে এসেছে তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। সম্প্রতি ঝাড়খন্ডের পালামৌ টাইগার রিজার্ভ ফরেষ্ট থেকে একটি পুরুষ বাঘ ঝাড়খন্ডের দিক থেকে পুরুলিয়া সীমান্ত এলাকায় চলে আসে। ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ টিম সহ ঝাড়খন্ড এবং পুরুলিয়ার বন আধিকারিকরা গোটা বিষয়টার উপর নজর রাখছিলো।
এবার তার সাথে যুক্ত হল ঝাড়গ্রাম। ঝাড়খন্ডে বেশ কিছু জায়গায় গবাদি পশু মারা যাওয়ার পরই ঝাড়খন্ডের বিভিন্ন জঙ্গলে ট্রাপ ক্যামেরা বসানো হয়। যদিও বেলপাহাড়িতে এখনো কোনো গবাদি পশু মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এখানেও এআই প্রযুক্তির একাধিক ক্যামেরা বসানো হয়েছে। ফের বাঘের আগমনে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই সময় জঙ্গলে কাঠ পাতা, কুরকুট তোলার সময়। আর এখনি বাঘ মামার আগমেন আতঙ্কিত ও চিন্তিত সকলে। রাতে গোটা এলাকা ঘিরে রাখার পর আজ সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে তল্লাশি করা হচ্ছে।
