ইস্কনের তরফে থেকে রথ যাত্রা ঝাড়গ্রামে

নিজেস্বসংবাদদাত, ঝাড়গ্রাম - ৭ই জুলাই :


  ইস্কনের তরফে থেকে ঝাড়গ্রামে ছয় বছর ধরে  রথ যাত্রার আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে কিছু বিশেষত্ব আছে যেমন ৫৬ রকমের ব্যাঞ্জন দিয়ে ভোগ প্রস্তুত হচ্ছে কি নেই তাতে,বিরিয়ানি, লুচি,পনির পকোড়া সহ নানা বিধ খাবার। পুরির জগন্নাথ মন্দিরের নিয়মনুসারে এখানেও রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। এবারও তারই ব্যতিক্রম ছিল না। আজ রথযাত্রা, পুরী ধামে যেভাবে আজকের দিনটি প্রভু জগন্নাথ কে সাজসজ্জা করানো ও বিভিন্ন ভোগ নিবেদনের মধ্য দিয়ে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয়, ঠিক একই রীতিনীতি মেনে  ঝাড়গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ বাহিত সংঘ( ইসকন) ও জগন্নাথ দেবের মাসিবাড়ি যাত্রার  অনুষ্ঠিত হয়ে থাকে। 

সকাল থেকেই  কৃষ্ণনগর সহ রাজ্যের বিভিন্ন ধর্মস্থান থেকে প্রভু জগন্নাথ দেবের সেবক ও পূর্নার্থীরা চলে এসেছেন  ঝাড়গ্রামে সাজানোর জন্য লেগে পড়েছেন প্রভু জগন্নাথ দেবের সেবকরা। পুরী ধামে যেভাবে আজকের দিনটি স্পেশালভাবে প্রভু জগন্নাথ দেবকে ৫৬ ভোগ প্রদান করা হয় ঠিক একই রকম ভাবে ঝাড়গ্রামেও ৫৬ ব্যঞ্জনের রান্না তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্যতম কিছু খাবার রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন প্রভু জগন্নাথ কে খাবারে দেওয়া হচ্ছে বিরিয়ানি, সাথে লুচি, পিঠে, পনির পকোড়া সহ বিভিন্ন ধরনের রান্না। যা খেয়ে প্রভু জগন্নাথ দেব মাসি বাড়ির দিকে রওনা দেবেন সর্বোপরি রয়েছে পুরীর কথামত একটি করে পান। আর এবারের এই আন্তর্জাতিক ইসকন সংঘের রথযাত্রার দেখতে ঝাড়গ্রামে মানুষের ঢল নামতে দেখা গেলো।পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল চারটের সময় ঝাড়গ্রাম মধুবন মোড় থেকে রথযাত্রার শুরু হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.