পালিত হল ডঃ দিবস

 নিজেস্বসংবাদদাত, বীজপুর - ২রা জুলাই :

পয়লা জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। এই দিনটিকে সামনে রেখে  dr day পালন করা হয়, এবারও পয়লা জুলাই বিজপুর থানা ও বীজপুর সমন্বয় কমিটির উদ্যোগে বিজপুর থানায় এক health চেকআপের আয়োজন করা হয়েছে। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ গনেশ বিশ্বাস বীজপুর এসিপি জয়প্রকাশ পান্ডে, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারি অংশুমান চক্রবর্তী ও বীজপুর থানার অন্যান্য আধিকারিকরা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোক্তারা। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.