অরণ্য, ঝাড়গ্রাম - ২৩শে জুলাই :
কথায় আছে উঠল বাই তো কটক যাই, না কটক না দিল্লি যাই। বাড়িতে থাকতে মন চাইছে না তাই একটু জায়গা বদল করলে মন্দ হয় না।সেই উদ্দেশ্যে রওনা তিন ক্ষুদের।ঝাড়গ্রাম স্টেশন থেকে উদ্ধার করা হলো তিন নাবালককে।তিন বন্ধু মিলে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিল রাহুল। সেই মতো দুই বন্ধুকে পাড়ার একটি শিব মন্দিরে ডাকে। পরিকল্পনা মাফিক বাড়ি থেকে বেরিয়ে পড়ে তিন বন্ধু। তিন বন্ধু এই পরিকল্পনা ভেস্তে যায় ঝাড়গ্রাম রেলওয়ে পুলিশের তৎপরতায়। সোমবার ঝাড়গ্রাম স্টেশনে এই তিন বন্ধু ধরা পড়ে যায় আর পি এফ এর হাতে। এই তিন বন্ধু একজন পরে ক্লাস টু তে একজন পরে ক্লাস থ্রিতে আরেকজন পঞ্চম শ্রেণীতে বয়সে ছোট হলে কি হবে? মাথায় বুদ্ধি ভরপুর।
আরপিএফ এর অফিসাররা টানা তিন ঘন্টা জিজ্ঞাসা করার পর অবশেষে উদ্ধার হয় এই তিন বন্ধুর ঘর ছেড়ে আসার গল্প। কখনো শিশু পাচারের সঙ্গে জড়িয়ে যায় , কখনো রাস্তা হারিয়ে ফেলেছে বলে পুলিশকে বিভ্রান্ত করে এই শিশুরা । অবশেষে জানা যায় আগেও বহুবার পালিয়েছে বাড়ি থেকে। হরিদ্বার যাওয়ার পথে একবার চান্ডিল থেকে ধরা পড়েছে। একবার গিধনি থেকে ধরা পড়েছে । সবজেনে ঝাড়গ্রাম রেল পুলিশ খড়গপুর রেল পুলিশের সাথে যোগাযোগ করে।তিন শিশুর ই খড়্গপুরের বাড়ি বলে জানতে পারে। রাতে কড়া পাহাড়ায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। আজ মঙ্গল বার তাদের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় রেল পুলিশের তরফে।