অরণ্য, ঝাড়গ্রাম - ৭জুন :
দলীয় নের্তৃত্ব ঠিক মত জনসংযোগ করতে পারেনি। তাই পৌর সভায় খারাপ ফল। বক্তব্য বর্তমান তৃনমূলের সাংসদ কালিপদ সরেনের। প্রায় ১লক্ষ্য৭৪ হাজার ভোটে ঝাড়গ্রাম লোকসভা তৃনমূল কংগ্রেস জিতলেও ঝাড়গ্রাম পৌরসভা তৃনমূলের থেকে মুখ ফেরালো। মন্ত্রী বিরবাহা হাঁসদারা পৌরসভার ১৮ নং ওয়ার্ড সহ পৌর এলাকার ১১ টি ওয়ার্ডে হার হয়েছে তৃনমূলের। অথচ পৌরসভার দলীয় প্রচার কমিটির শীর্ষে ছিলেন মন্ত্রী বিরবাহা হাঁসদা।
বাকি একটা ওয়ার্ডে হল টাই। বাকি পাঁচটাতে কোনো রকমে এগিয়ে থাকা। ২০২২ এ পৌর ভোটে তৃনমূলের ভোট সংখ্য ছিলো ৩৮২৪০। এবার তা কমে দাঁড়িয়েছে ১৪১০১ অর্থাৎ অর্ধেকের ও কম। এই অবস্থায় মন্ত্রীর ঘাড়ে সমস্ত দায় দেওয়া হয়েছে। যদিও বিরবাহা তা এড়িয়ে যেতে ব্যস্ত। জেলায় একমাত্র পৌর এলাকাতেই লোক সভার মধ্যে খারপ ফল। খারাপ ফল নিয়ে বিজেপি বা ঝাড়গ্রাম বাসী তৃনমূল দলের পুরসভার কাউন্সিলরদেরই দোষারোপ করছেন। পৌর এলাকার পরিষেবা তলানিতে। তার কাকারণেই ফিরিয়েছে সাধারন মানুষ।

 
 
 
 
 
 
 
 
 
 
