প্রার্থী প্রচার জনসভা ও র‍্যালি তে মহঃ সেলিম

  অরণ্য, ঝাড়গ্রাম-১৯শে মে:


রবিবার দুপুরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দলীয় প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে  র‌্যালি ও জনসভা করেন মহঃ সেলিম । প্রার্থী সোনামনি টুডুর সমর্থনেদে ঝাড়গ্রাম়  গোপীবল্লভপুরের জনসভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি  বলেন অর্জুন সিং কে ? শুভেন্দু কে ? দেখা যাবে ভোটের পর আবার সেই এক হয়ে যাবে। ছাত্রধর প্রসঙ্গে বলেন সে তো আগেও ছিল। আমরা সত্য কথা বলেছি খুন হয়েছে আহত হয়েছে তারা ক্ষতিপূরণ পায়নি? 

কোন  তদন্ত হয়নি, শুভেন্দু কি জানতো না এতদিন পরে তার বোধোদয় হল। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন এটা ২০২৪ সাল ২০১৪ নয় হামলা হলে বদলা হবে বাম এবং কংগ্রেস জোট করে এই ভোট রাজনীতিতে তারা লড়াই করছে , আজ করছে আগামীতেও তারা করবে। বাংলার ভবিষ্যৎ কে ঠিক করবে তা মোদি নয়, খাগড়ে নয়, বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে বাম ও কংগ্রেস।সেই সভায় তিনি এলাকার মানুষজনকে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর ডাক দেন মহঃ সেলিম ।  

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.