লোক সভা নির্বাচনে বাড়তি গুরুত্ব জঙ্গলমহলে

 অরণ্য, ঝাড়গ্রাম-২৪ শে মে:

নির্বাচনে বাড়তি গুরুত্ব জঙ্গলমহলে । একমাত্র মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ার জন্য শুধু ঝাড়গ্রাম জেলাতেই ১৩৩ কোম্পানি বাহিনী মতায়ন করা হয়েছে।সাথে রাজ্য পুলিশ ২৭০০। বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনীল কুমার শর্মা কে দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গল মহলের জন্য। জঙ্গলমহলে নির্বাচন প্রক্রিয়া বিগত দিনের নির্বাচন সংক্রান্ত অস্থিরতার কথা মনে রেখে এ বারে লোকসভা নির্বাচন প্রক্রিয়াকে আরো সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির বন্দোবস্ত করেছে জেলা পুলিশ। রাজ্যের ঝাড়গ্রাম জেলার সঙ্গে ওড়িশা এবং ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত যুক্ত রয়েছে। 

২৭ কিলোমিটার রয়েছে ওড়িশা রাজ্যের সীমান্ত এবং ১২৮ কিলোমিটার রয়েছে ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত। এই সীমান্তবর্তী এলাকায় দশটি নাকা পয়েন্টের ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন। পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় আরো ২৬ টি নাকা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সারপ্রাইজ চেকিং এর বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়। এই লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৭০০ জেলা পুলিশ থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরজিৎ সিনহা। মাওবাদী এলাকা হওয়ার দরুন প্রতি বুথে এক সেকশন বাহিনি মতায়ন থাকবে। ২০১৮ টি বুথেই থাকবে ক্যামেরা ও ওয়েবকাস্টিং।  যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে জেলা প্রশাসন এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। প্রসঙ্গত উল্লেখ্য ২০০০ সালের পরবর্তী সময়ে যে নির্বাচনগুলি হয়েছে জঙ্গলমহলে সেক্ষেত্রে মাওবাদীদের লাল চোখের ভয়ে এক কথায় তটস্থ হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন। মওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে বেলপাহাড়ি এবং লালগড়ে হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছিল নির্বাচনের সময়। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই পরিস্থিতির বেশ কিছুটা নিরসন হয়। ২০১০ সালের পরবর্তী সময় থেকে জঙ্গলমহলে রাজনৈতিক অস্থিরতা এবং মাওবাদীদের  আন্দোলন একেবারে স্তিমিত হয়ে যায়। মাওবাদী তৎপরতা সেভাবে চোখে না পড়লেও জেলা পুলিশ কোন বিষয়টিকে দুর্বল ভাবে দেখছে না এই লোকসভা নির্বাচনে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিয়মিত টহলদারী রয়েছে পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব জঙ্গলমহলের ভোটে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.