একক ভাবে ভোট যুদ্ধে লড়ছে মাতুয়ারা

 নিজেস্বসংবাদদাতা, কলকাতা- ১০ই এপ্রিল :


স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে মতুয়া সমাজ । আমাদের এরাজ্যে এখন ভোটারের সংখ্যা প্রায় সাড়ে আট কোটি । তারমধ্যে মতুয়া সমাজের ভোটার আছেন প্রায় দু’কোটি । মতুয়া সমাজের একাংশের দাবী এতদিন ধরে মতুয়া সমাজে ভোটে লোকসভায় এবং বিধানসভায় এতদিন যাঁরা জিতে এসেছেন তাঁরা মতুয়া সমাজের উন্নতির জন্য কিছুই করেননি ।  সতাই এবার মতুয়া সমাজের একটা বড় অংশ সিদ্ধান্ত নিয়েছেন আগামী লোকসভার ভোটে তাঁরা কোন দলকেই সমর্থন করবেন না।  তাঁদের মূল অভিযোগ বি জে পি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।


দু’টো দলেই তাঁদের প্রতিনিধি থাকলেও কেউ মতুয়া সমাজের উন্নতিতে কোনো কাজ না করে শুধু নিজেদের আখের গুছিয়েছেন। 
তাই মতুয়া সমাজের বড় অংশের সিদ্ধান্ত এবার লোকসভায় তাঁরা কোনো দলকেই আর সমর্থন করবেন না।আর এই ঘোষণার জন্যই আজ ১০ এপ্রিল বিকালে মাতুয় সমাজ মুখোমুখি হয় সংবাদ মাধ্যমের । কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মতুয়া সমাজের প্রতিনিধি ডাঃ সুকেশ চৌধুরী বলেন, “রাজ্য সরকার বিভিন্ন ভাতার নামে রাজ্যবাসীকে কর্মবিমুখ করে ভিখারী বানাতে চাইছে ।” অন্য এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “বনগাঁ’র ঠাকুরনগরের ঠাকুর বাড়ির সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে জোর করে ভোগদখল করবে । ওটা ঠাকুর বাড়ির ভক্তদের ঘাম ঝড়ানো টাকায় তৈরী সম্পত্তি ।” এদিন সাংবাদিক সন্মেলন থেকেই লোকসভার চারটি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয় । কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়াদের প্রার্থী হচ্ছেন সঞ্জিৎ বিশ্বাস, বারাসাত কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সাইফুদ্দিন মণ্ডল কাটাকাটিএবং বনগাঁ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মতুয়া সমাজের অন্যতম পরিচিত মুখ সুমিতা পোদ্দার । এখন দেখার এই তিনজন প্রার্থী ভোট  ফলে কোন দলকে জয়ী করেন অথবা বিপুল সংখ্যক মতুয়াদের সমর্থনের ফলে নিজেরা জয়ী হতে পারেন কিনা ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.