নিজেস্বসংবাদদাতা, ঝাড়গ্রাম-৩১শে মার্চ:
তৃনমূলের দেওয়াল লেখনের উপর চোর চোর লেখা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর এলাকায়।বিধান সভায় শুভেন্দু অধিকারিকে তৃনমূল নেতা নেত্রীদের উদ্দেশ্যে চোর,চোর স্লোগান প্রায়ই শোনা যায়। এবার সেই চোর চোর লেখা দেখা যায় দেওয়ালে। গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে, বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে করা দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা হয়েছে। একাধিক দেওয়াল লিখনের উপর কালো কালি দিয়ে চোর দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবিষয়ে তৃণমূলের প্রার্থী কালিপদ সরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বিরোধীদের সামনে কোন ইস্যু নেই তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করছে। কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে।ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি জানান বিজেপি এই কাজ করেনা। এটা তৃনমূলের গোষ্ঠী কোন্দল।