এসএফআই এর নির্বাচনী প্রচার জেলা জুড়ে

অরণ্য, ঝাড়গ্রাম-২৯ মার্চ :

 

ভোট ঘোষনার পর থেকেই রাজনৈতিক ব্যক্তিদের মধ্য শুরু হয়েছে কটাক্ষ করার পালা। ঝাড়গ্রামে তৃনমূলের প্রার্থীকে কটাক্ষ এসএফআই এর রাজ্য সম্পাদকের।  বিজেপি তে ছিলো সেখানে গিয়ে পদ্মশ্রী নিয়েছে। তার পর বঙ্গভুষন পেতে তৃনমূলে যোগ।  তার সাথে 'নবাব কিনলে আরাম ফ্রী' হিসেবে টিকিট।ঝাড়গ্রামে এখনো প্রার্থী ঘোষনা করেনি বামফ্রন্ট। তা সত্ত্বেও জঙ্গল মহলে ভোটের প্রচারে বিকল্প স্লোগানের দাবি  তুলে সভা মিছিল করলো এস এফ আই। 

তাদের দাবি লোকসভা নির্বাচনের এজেন্ডা হোক পড়াশুনা, শিক্ষা, ক্যাম্পাস, সাংবিধান, লোকসভা, দেশ, প্রজন্ম কে কেন্দ্র করে। তৃনমূল, বিজেপি আরএসএস তারা নির্বাচন কে ধর্ম, জাতপাত, বিভেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মূল কথা রাম মন্দির জগন্নাথ মন্দির নয়। মূল কথা হোক কটা স্কুল হয়েছে? কটা বিশ্ববিদ্যালয় হয়েছে। ৮৩০৭খানা স্কুল তুলে দেওয়ার কথা বলছে তৃমমূল। বিজেপি এর বিরুদ্ধে কি বলেছে? বিজেপি উল্টে আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। দেশ বাঁচাতে বিজেপি, তৃনমূলকে হঠানোর প্রচার করছে এসএফআই। শিক্ষা দূর্নিতি, সরকারি চাকরিতে দূর্নীতির অভিযোগ তুলে নতুন প্রজন্মর কাছে পৌঁছানর লক্ষ্যে আজ এসএফআই এই সভা ও মিছিল সংগঠিত করে। লক্ষনীয়ভাবে আজ এসএফআই এর মিছিলে নতুন প্রজন্মের ভিড় ছিলো চোখে পড়ার মতো একমাত্র তৃনমূলের প্রার্থী ঘোষনা হয়েছে ঝাড়গ্রাম।  তবে তৃনমূলের প্রচারেও এক সাথে এত জমায়েত চোখে পড়েনি এখনো। সে জায়গায় এত সংখ্যায় নতুন প্রজন্ম কে নিয়ে এসএফআই এর নির্বাচনী প্রচার যথেষ্ট তাৎপর্য পূর্ন্য।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.