অরণ্য, ঝাড়গ্রাম-১৩ ই ফেব্রুয়ারি:
ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে উত্তেজনা বামদল গুলির আইন অমান্যকে কেন্দ্র করে। শহরে মিছিল এবং প্রতীক অবরোধের জেরে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। সকাল ১০ টা নাগাদ ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক এলাকায় সিপিএম, সিপিআই, এসএফআই, ডিওয়াইএফআই, এআইএসএফ সহ একাধিক বামদল গুলি জমায়েত করে। তাদের সাথে যোগ দেয় আইসিডিএস কর্মীরা। পাশাপাশি ফরোয়ার্ড ব্লকের কর্মীরা জেলাশাসকের অফিসে ঢুকতে গেলে তাদের ব্যারিকেড করে আটকায় ঝাড়গ্রামের আইসি বিপ্লব কর্মকার।
তাদের স্পটেই গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার কথা বলেন আইসি। অপরদিকে বামদলগুলির বিশাল মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে যায় ঝাড়গ্রামের মেন রোড। স্বরস্বতী পুজোর বাজারের ভিড় আর মিছিলের ভিড়ে নাজেহাল অবস্থা হয় ঝাড়গ্রাম বাসীর। সন্দেশ খালির ঘটনার প্রতিবাদে এবং সিপিএম নেতাকে গ্রেফতার সহ একাধিক দাবিতে আজ এই আইন অমান্য এবং পথ অবরোধ ও মিছিল।