১০০দিনের কাজের দূর্নীতি ইডির টিম তদন্তে

 অরণ্য, ঝাড়গ্রাম - ৬ই ফেব্রুয়ারি:

ইডির টিম ১০০দিনের কাজের দূর্নীতির তদন্তে ঝাড়গ্রামে ।সকাল হতে না হতেই ইনফোর্সম্যান্ট ডিরেক্টরের ৬ সদস্যর প্রতিনিধির দল ঝাড়গ্রামের বাছুরডোবা হাউসিং কমপ্লেক্স  block -B সরকারি আবাসনে অভিযান শুরু হয়।  WBCS এর আধিকারিক শুভ্রাংশু মন্ডলের বাড়িতে তল্লাশি  অভিযান শুরু হয় সকাল ৮.২০ থেকে ১০০দিনের কাজে দূর্নীতিও মানি লন্ডারিং তদন্তে ইডির হানা প্রাথমিক সূত্রের খবর। ১০০দিনের কাজে জাতিগত সংসাপত্র থাকলে বেশীদিন কাজ পায়। পাশাপাশি শংসাপত্র ও দেওয়া হয় কাজের দিন অনুসারে। সেই সংসাপত্রের দূর্নীতির মাধ্যমে ১০০দিনের কাজে ও ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।  

সেই ঘটনার তদন্তে ইডির জিজ্ঞাসা বাদ চলছে শুভ্রাংশু মন্ডলকে। প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির আধিকারিকেরা একে একে বেরিয়ে গেলেন। এব্যাপারে  শুভ্রাংশু মন্ডল কে জানতে চওয়া হলে তিনি বাড়ির দরজা বন্ধ করে দেন। তাঁর  বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল তা জিজ্ঞাসাবাদের পর ইডিও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। তারা সোজা বেরিয়ে চলেযান। তাদের সাথে এক ব্যাঙ্ক কর্মী ও একজন উইটনেস ছিলো তারাও কোনো কথা না বলে বেরিয়ে চলে যান। তবে সূত্র মারফত খবর শুভ্রাংশু মন্ডলের এবং তার পরিবারের ব্যাঙ্ক ডিটেল সহ সমস্ত কিছুই ক্ষতিয়ে দেখা হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.