নিজেস্বসংবাদদাতা ,সাঁকরাইল-২৯শে জানুয়ারি:
খাবারের সন্ধানে সাঁকরাইল ব্লকের বহড়াদাঁড়ি ও গড়ধরা গ্ৰামে তান্ডব চালালো দলছুট দাঁতাল হাতি। দাঁতাল হাতিটি গ্রামে তান্ডব চালিয়ে ভাঙলো গৃহস্থের মাটির বাড়ি। পাশাপাশি বাড়ির মধ্যে থাকা ধান খেয়ে ফেললো দলছুট দাঁতাল হাতিটি। আতঙ্কিত এলাকার মানুষজন।
গ্রামবাসীদের বক্তব্য বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। এদিন মোট দুটি বাড়ি ভাঙচুর করে দাঁতাল হাতিটি। প্রতিনিয়ত খাবারের সন্ধানে যেভাবে দাঁতাল হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতে প্রতিনিয়ত বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে গ্রামবাসীরা।