জঙ্গলমহলে সংঘবদ্ধ হওয়ার ডাক DYFI

 অরণ্য,ঝাড়গ্রাম-৫ই ডিসেম্বর :

২০০৯ এর হিংসার স্মৃতি তুলে ধরে, জঙ্গলমহলে নতুন করে সংঘবদ্ধ হওয়ার ডাক DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জ্জির। গতকাল নেতাই এ পদ যাত্রা তো আজ সালকু সরেনের মাকে সামনে রেখে সমাবেশ। এই ভাবেই জঙ্গল মহলের নতুন প্রজন্ম কে উজ্জীবিত করার সবরকম চেষ্টা চালানো হল DYFI এর ইনসাফ যাত্রা কে কেন্দ্র করে।


মাওবাদীদের হাতে নিহত শালকু সরেনের মাকে সামনে রেখে আগামী সাতই জানুয়ারি নেতাই দিবসের দিনই ব্রিগেড সমাবেশে জঙ্গল মহলের নতুন প্রজন্ম কে উপস্থিত থেকে বর্তমান কেন্দ্র ও রাজ্যসরকার এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা গতকাল নেতাই হয়ে লালগড়ের ধরম পুরে রাত্রি যাপন করে।আজ সকালে ধরমপুর থেকে যে এলাকায় সবচেয়ে বেশী মাওবাদী আন্দোলন সংগঠিত হয়েছিলো সেই সমস্ত এলাকা দিয়ে ঝাড়গ্রামে পৌঁছায়। রাস্তায় একাধিকবার মিছিলদার করিয়ে কোথাও গ্রামবাসী তো কোথাও দলীয় কর্মী সমর্থকরা জল,ফুল,মিষ্টি, চকলেট দিয়ে উজ্জীবিত করে।গোটা পদযাত্রা জুড়েই বর্তমান পরিস্থিতিতেও উপস্থিতি র হার ছিল চোখে পড়ার মতো। যা শাসক দলের কাছে যথেষ্ট মাথা ব্যাথার কারন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.