বছরের পর বছর রাস্তার বেহাল দশা

 অরণ্য, ঝাড়গ্রাম- ১৮ই ডিসেম্বর:

৫টি গ্রামের স্বাস্থ্য কেন্দ্র বা স্কুল যাওয়ার একমাত্র রাস্তা আজও মাটির। খানাখন্দে ভরা। বাম আমল থেকে শুধু হবে শুনেছে এলাকাবাসী। আজও সেই রাস্তা হয়ে ওঠেনি।মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের ভেটলি থেকে মালখালি পর্যন্ত রাস্তার বেহাল দশা। 

প্রায় ৫ টি গ্রামের এক মাত্র রাস্তা যা দেখলে অবাক হওয়ার জোগাড়।  দীর্ঘ বাম জামানা থেকে এই রাস্তার নির্মান বা সংস্কার হয়নি আজও। মালিখাল, জয়পুর, সহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষকে হাসপাতাল, স্কুল, শহরে বা ব্যাঙ্ক যেতে হলে, যেতে হয় এই দূর্গম পথ দিয়ে।

বর্ষার সময় অবস্থা তো বলাই বাহুল্য। কোন মানুষ অসুস্থ হলে আজও নিয়ে যেতে হয় খাটিয়ায় বাঁশের দোলায় করে। কবে এই রাস্তার যন্ত্রণা মিটবে তার দিকে তাকিয়ে গ্রামের মানুষ। স্থানীয় প্রশাসনকে বারং বার লিখিত অভিযোগ করেও লাভ কিছু হয়নি। এই বিষয়ে উন্নয়ন বিভাগের কর্মদক্ষ সান্তুনু মাহাত  দ্রুত ব্যবস্থা করা হবে  জানালেও সেই হওয়ার দিনের দীর্ঘ অপেক্ষায় সাধারণ মানুষ।




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.