জিলিপির মাহাত্ম্য লক্ষ্মী পুজোয়

 অরণ্য,ঝাড়গ্রাম-২৯ অক্টোবর: 

স্বপ্নাদেশ পেয়ে লক্ষ্মী পুজো। আর পুজোর মূল প্রসাদ জিলিপি। জিলিপির মাহাত্ম্য ১৫দিন পর্যন্ত ভালো থাকে এই জিলিপি, স্বাদ অসাধারণ ।এই জিলিপির জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। জিলিপির গুনমান বজায় রাখতে একটাই দোকান দেওয়া হয়। যা পুজার আগে নিলাম ও হয়। এবার সেই নিলামের ডাক প্রায় ২লক্ষ টাকা। আজ থেকে ১৬০ বছর আগে অকুর মন্ডল মায়ের স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজার। এখানে স্বরস্বতী, লক্ষ্মী একসাথে পুজিত হন। বিষ্ণু মতে পুজো হয় এখানে বিষ্ণু দেব কে মাঝে রেখে লক্ষী,সরস্বতীর পুজো হয়। একই নিয়মে পুজো হয়ে আসছে এখানে। এবার ১৬১ বছরে পড়লো পুজো। পুজোর মূল প্রসাদ মন্ডা, নাড়ু, এবং জিলিপি। 


এটা মায়ের কৃপাতেই হয় বলে বিশ্বাস এলাকা বাসীর। পুজো কে ঘিরে গোটা এলাকা জুড়ে মেলা বসে। পুজোর আগে নিলামে ডেকে ঠিক হয় দোকান। নিলাম যেই নিক জিলিপির স্বাদে কোনো হের ফের হয়না। এটাই মায়ের মাহাত্ম্য। পুজোর কটা দিন রোজ  বিকেল ৩টা থেকে রাত একটা পর্যন্ত জিলিপি দোকান খোলা থাকে। বিনপুর এলাকার প্রায় সমস্ত পরিবারে এই সময় জিলিপি প্রসাদ হিসেবে কেনে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.