শিশু শিক্ষা কেন্দ্রের সমস্যা ,পানীয় জল







অরণ্য,ঝাড়গ্রাম- ২৮শে সেপ্টেম্বর:

জল ই জীবন, আর এই জলের অভাব শিশু শিক্ষা কেন্দ্রের এখন বড় সমস্যা । ভরসা বলতে ওই একটি মাত্র টিউব ওয়েল,তাও আবার বিকল,বেরোচ্ছে দূর্গন্ধ,নোংরা,ঘোলা জল,যা একেবারেই উপযোগী নয়, মিড ডে মিলের রান্না কিংবা পান করার জন্য। ছোট ছোট খুদেদের বাড়ি থেকেই জল এনে খেতে হয়।মিড ডে মিল রান্নার জন্য স্কুল থেকে দূরে গ্রামের লোকজনের বাড়ি থেকে বয়ে আনতে হয় জল । ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের ছোলাখালী পূর্ব পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। 


স্থানীয় ও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ বারংবার। দীর্ঘ দিন ধরে এই টিউবওয়েল টি মাঝে মধ্যেই বিকল হয়ে যায়।প্রশাসন থেকে তবুও নেওয়া হয়না কোনরকম ব্যবস্থা। গ্রামবাসী দের উদ্যোগেই মাঝেমধ্যেই টিউবওয়েল টি সারানো হলেও, তা আবারো বিকল হয়ে পড়েছে । ওই শিশু শিক্ষা কেন্দ্রের রাধুনী দের অভিযোগ এই টিউবওয়েল টি বিকল হওয়ায় মিড ডে মিলের জন্য তাদের কে এক কিলোমিটার দূরে পাশের গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে জল আনতে যেতে হয়।খুদেদের পানীয় জল ও মিড ডে মিলের রান্নার জলের জন্য অসুবিধায় পড়তে হয় শিক্ষিকা, থেকে রাধুনী ও পড়ুয়াদের।নতুন টিউবওয়েল এর আশায় এখন দিন গুনছেন শিক্ষিকা, অভিভাবক ও খুদে পড়ুয়ারা। তবে প্রশাসনের কবে টনক নড়বে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত ও জেলা তৃণমূল নেত্রী রেখা সরেনের মধ্যে  একে অপর কে দোষারোপ করতে থাকেন। 




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.